সই

মাইছুরা ইশফাত | বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

কানে ফুল গুজেছে আমার সই,

ফুলের লাগি তার বন্ধুতায় উদাস হই!

ফুল করেছে সইয়ের মন উচাটন,

চপলতায় কাটুক ফুল সইয়ের যৌবন।

পুকুরপাড়ে চকিতে দোয়েলশালিক গায়

সই আনমনে সাজে নয়নে কাজল মাখায়।

হাটে গেলে মিছে সবাই তাকায় চেয়ে,

ফুলের গন্ধে ধুলোভরা পথও মাতে যেয়ে।

ধানের ক্ষেতে দোলে বাতাস, গায় গোপন গান,

সই তাতে দুলে ওঠে, খুলে দেয় মনপ্রাণ।

নদীর ঘাটে অচিন পথিক গায় ভাটিয়ালি সুর,

সই শোনে চুপে চুপে, চোখ লাজে ভরপুর।

চাঁদ উঠেছে আকাশ জুড়ে, রূপ ঝরে ঢেউ,

সই যেন জোছনার মতো হাসুক নিত্য সেও।

যতদিন থাকুক বুকে বসন্তের রঙ,

ততদিন সই থাকুক ময়ূরীর মতন ঢঙ।

পূর্ববর্তী নিবন্ধতার চলে যাওয়ার পথের ধূলায়
পরবর্তী নিবন্ধহারানো সেই দিনগুলি