ফুলের কাছে কই আমি
ফুলের কাছে কই
সুবাসিত প্রীতি শেষেও
তোমাতেই রই।
নদীর কাছে কই আমি
নদীর কাছে কই
জোয়ার– ভাটার স্বাদহীনেও
তোমাতেই রই।
গাছের কাছে কই আমি
গাছের কাছে কই
ছায়া প্রেমে না জড়ালেও
তোমাতেই রই।
সূর্যের কাছে কই আমি
সূর্যের কাছে কই
ভালোবেসে পোড়ালেও
তোমাতেই রই।
চাঁদের কাছে কই আমি
চাঁদের কাছে কই
কলঙ্কমাখা জোছনাকাশে
তোমাতেই রই
দূর দূরত্বে মনের সাথে
তোমাতেই রই
তুমি আমার অনেক সাধনার
জন্মান্তরের সই।