সই

শিউলি বড়ুয়া | বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৫:০৫ পূর্বাহ্ণ

ফুলের কাছে কই আমি

ফুলের কাছে কই

সুবাসিত প্রীতি শেষেও

তোমাতেই রই।

নদীর কাছে কই আমি

নদীর কাছে কই

জোয়ারভাটার স্বাদহীনেও

তোমাতেই রই।

গাছের কাছে কই আমি

গাছের কাছে কই

ছায়া প্রেমে না জড়ালেও

তোমাতেই রই।

সূর্যের কাছে কই আমি

সূর্যের কাছে কই

ভালোবেসে পোড়ালেও

তোমাতেই রই।

চাঁদের কাছে কই আমি

চাঁদের কাছে কই

কলঙ্কমাখা জোছনাকাশে

তোমাতেই রই

দূর দূরত্বে মনের সাথে

তোমাতেই রই

তুমি আমার অনেক সাধনার

জন্মান্তরের সই।

পূর্ববর্তী নিবন্ধচুনতি অভয়ারণ্যে বন্য হাতির আক্রমণ ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: দ্রুত পদক্ষেপ জরুরি
পরবর্তী নিবন্ধহারিয়ে গেছে প্রাচীন বুড়া-বুড়িদের মুখে শোনা গ্রাম্য বচন