সংস্কৃতি বিকাশে প্রাণ সঞ্চার করে শুদ্ধ সংগীত চর্চা

| সোমবার , ২৪ জুন, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

উস্তাদ রশিদ খান স্মরণে সঞ্চারী সংগীত নন্দন একাডেমির ২য় বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন গত ১৪ জুন নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের অনুষ্ঠানমালায় একক নজরুল সংগীত পরিবেশন করে একাডেমির শিক্ষার্থীবৃন্দ। ২য় পর্বের শুরুতে দেশের বরেণ্য গুণীজনদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় বক্তব্য রাখেন বংশীবাদক উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত, রিয়াজ ওয়ায়েজ। অনুষ্ঠানে তবলাগুরু সুদীপ সেন গুপ্ত ও যন্ত্রসংগীত শিল্পী দোলন কানুনগোকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধদুবাইয়ে ইধিকার সঙ্গে মঞ্চ মাতালেন নায়ক নিরব
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১০.৯৮ কোটি টাকা