ত্রিতরঙ্গের ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা জেলা পরিষদ প্রশাসকের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা ও সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।
জেলা পরিষদের প্রশাসক বলেন, মানুষের বেঁচে থাকা, তার সমাজচেতনা, বিশ্বাস, ভাবনা, মূল্যবোধ ইত্যাদিসহ তার সামগ্রিক জীবনচেতনা প্রতিফলিত হয় সংস্কৃতির মধ্যে। সংস্কৃতির মধ্য দিয়েই ব্যক্তি মানুষ অন্যদের সঙ্গে নিজেকে যুক্ত করে। এভাবে ব্যক্তির ভাবনা সমগ্রের ভাবনা হয়ে ওঠে। একটি জাতি গঠনে যা নিয়ামক হিসেবে কাজ করে। সংস্কৃতি শুধু বেঁচে থাকা নয়, বরং সুন্দরভাবে বেঁচে থাকতে শেখায়। ত্রিতরঙ্গ সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ত্রিতরঙ্গের ৪০ বছর পূর্তি উদযাপন পরিষদের সাথে সকলকে ধন্যবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, বালাদেশ বেতার, চট্টগ্রামের উপস্থাপক নাসরিন ইসলাম, সদস্য ফরিদা ইয়াসমিন, হেলেনা ইয়াসমিন, অ্যাডভোবকট ফারজানা আফরোজা, সেলিনা আকতার, সৌরী বড়ুয়া, শাহানুর আকতার, সুবর্ণা রহমান, সুরাইয়া বেগম, হাছিনা বেগম, কাজী আমেনা সুলতানা, নুজারা ইসলাম, ফাতেমা ওয়াসিকা সিমন, নাজনীন হক, নাসিমা আকতার ডেইজি, শীরা চৌধুরী, ড. ইসমত আরা বেগম, স্থপতি প্রিয়াংকা ভট্টাচার্য্য, মো. আরজু খান, এমরান বিন ইউনুস, শাতন পান্থ। প্রেস বিজ্ঞপ্তি।