সংস্কৃতি চর্চায় আগামী প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে

বিনয়বাঁশী স্মরণসভায় বক্তারা

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ১০:১৫ পূর্বাহ্ণ

কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ২৩ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে গতকাল শনিবার বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া গ্রামে শিল্পীর বাস্তভিটায় ভাস্কর্য চত্বরে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন,বিনয়বাঁশী শুধু একজন ব্যক্তি নন, তিনি সময় আর কালের উর্ধ্বে। তাঁর দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যেতে পারলেই সমৃদ্ধ হবে আগামী প্রজন্ম। বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক বিপ্লব জলদাসের উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অনুপম বড়ুয়া পারু। স্বাগত বক্তব্য রাখেন বিনয়বাঁশীর পুত্র বাবুল জলদাস।

শেষে বিনয়বাঁশীর সমাধি ও প্রতিকৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও শিল্পীর আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্য রাখেন, সত্যপ্রিয় শীল, সবুজ ভদ্র, কালীপদ দাস, আশুতোষ দাশ, বিধান দাস, মোহাম্মদ এসকান্দর, প্রদূল কান্তি দে, অর্পিতা ঘোষ,প্রীতি দাস,পিন্টু দাশ,বর্ষা দাশ,পুষ্পিতা দাশ,অদিতি দাশ,সুপ্রিয়া দাশ,নন্দিনী দাস, মোহিনী দাশ,নিকাশ দাশ,অর্পণ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরীতা সেনগুপ্তা লক্ষ্মী
পরবর্তী নিবন্ধইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে