চট্টগ্রামের জনপ্রিয় শিপিং ব্যক্তিত্ব সংস্কৃতি কর্মী রবি শংকর দাশ আর নেই। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ (শুক্রবার) সকালে রবি শংকর দাশের মরদেহ তাঁর পিতৃপুরুষের আবাসস্থল পাথরঘাটায় নিয়ে গিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। দুপুরের পর থেকে মরদেহ তাঁর সার্সন রোডস্থ বাসভবন সানম্যার ভ্যালেন্সিয়ায় রাখা হবে। আগামীকাল শনিবার সকালে গ্রামের বাড়ি রাউজানের ডাবুয়ার কলমপতি গ্রামে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রবি শংকর দাশ বিশ্বখ্যাত শিপিং লাইন্স এনওয়াইকের কর্মকর্তা হিসেবে শিপিং সেক্টরে যোগদান করেন। দীর্ঘদিন তিনি চট্টগ্রামের ম্যানেজার হিসেবে কাজ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিশ্বখ্যাত কোম্পানি ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস (ওএনই) এর জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। একজন সংস্কৃতি কর্মী হিসেবেও চট্টগ্রামে তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করেন। রবি শংকর দাশ চট্টগ্রামের খ্যাতনামা আইনজীবী প্রয়াত সি আর দাশের পুত্র। তাঁর অকাল মৃত্যুতে চট্টগ্রামের শিল্প সংস্কৃতি এবং শিপিং সেক্টরে শোকের ছায়া নেমে আসে।