সংস্কৃতির বিকাশ ছাড়া দেশ সামনের দিকে এগোতে পারে না

শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি গতকাল শনিবার শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী। জেলা শিল্পকলা একাডেমি কাযনির্বাহী কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু ও স্বাগত বক্তব্য দেন, জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন। প্রধান অতিথি বলেন, ৪৮ বছর পূর্বে জাতির পিতা প্রতিষ্ঠিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি আজ নানা কর্মকাণ্ডে দেশব্যাপী পরিব্যাপ্ত, জেলা থেকে উপজেলায় প্রতিষ্ঠিত ও বিশ্বপরিমণ্ডলে সমাদৃত। সংস্কৃতি বিকাশ ছাড়া দেশ কখনো সামনের দিকে এগোতে পারেনা।
কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হওয়ায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের পক্ষ থেকে তাঁকে ফুলেল সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জেলা শিল্পকলা একাডেমির কাযনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন কোহেল, হাসান জাহাঙ্গীর, নির্বাহী সদস্য অঞ্চল চৌধুরী ও সাবেক জেলা কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার। আবৃত্তিশিল্পী শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যদল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সঙ্গীত পরিচালনায় ছিলেন শিল্পী আবদুর রহিম, অপু বর্মন ও শ্রেয়সী রায় এবং দলীয় নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্যশিল্পী স্বপন দাশ ও প্রমা অবন্তী। একক আবৃত্তি পরিবেশন করেন কবি নিশাত হাসিনা শিরিন, ফারুক তাহের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশোভনদন্ডী নূরানী মাদ্রাসার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধএই প্রথম বাণিজ্যিকভাবে তরমুজ চাষ