সংস্কৃতির বিকাশে দেশের সকল সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আকাশ তারা এর প্রধান উপদেষ্টা নুরুল আলম শিপু। তিনি বলেন, জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের অমূল্য সম্পদ। বাঙালি জাতির এ বৈচিত্র্যমণ্ডিত ও ঐতিহ্যবাহী সংস্কৃতির যথাযথ পরিচর্যা, লালন, উন্নয়ন ও সাবলীল বিকাশে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে আকাশ তারা সংগঠন। আকাশ তারা বাড়াইপাড়া শাখার দ্বি-বার্ষিক সম্মেলন বহদ্দারহাটস্থ সংগঠন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম শিপু উপরোক্ত আহ্বান জানান। সম্মেলনের উদ্বোদন করেন সংগঠনের মহাসচিব নুরেআলম সিদ্দিকী। কাজী সুজনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মীর মোহাম্মদ রমজান আলী প্রেম।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নুর-নবী, বিশেষ অতিথি ছিলেন নারী নেত্রী জাহানারা বেগম, মুসলিম উদ্দিন ইমন, কাজী সুজন, মিরানুল ইসলাম মিরান, মোহাম্মদ হোসাইন, আনোয়ার হোসেন, সাজ্জাদ হোসেন রকি। অতিথি ছিলেন- মোহাম্মদ জামাল, মোহাম্মদ ঈমন, মো. সালাউদ্দিন, শাহাদাত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ নুর নবী, মোহাম্মদ কামাল, মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ ইরফান।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. ইমরান, মো. মোশারফ হোসেন, হাসান মুরাদ জনি, মো. মুক্তিয়ার, সাইফুল ইসলাম, মো. উসমান, মো. রাজিব, মোহাম্মদ মনির, মোহাম্মদ আজাদ, মো. ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।