নির্বাচিত সরকার ছাড়া সংবিধান সংশোধনের সুযোগ নেই বলে দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রাষ্ট্র সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে দলটি বলেছে, সংস্কার প্রস্তাব নির্বাচিত সরকারের জন্য তৈরি করে রেখে দিয়ে দ্রুত নির্বাচন দিতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সংলাপের সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এসব বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, সংস্কারের যেই প্রস্তাবগুলোতে একমত হয়েছি বা হচ্ছি না এগুলোর দায়িত্ব কে নেবে? এগুলোর দায়িত্ব নেবে দেশের জনগণ। দেশের জনগণ মানে ১৮ কোটি মানুষকে তো আর স্টেডিয়ামে নিয়ে এসে মত নিতে পারবো না, সেই মত নেওয়ার পদ্ধতি হল–সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমরা গুটি কয়েকজন লোক একসাথে বসলাম আর সিদ্ধান্ত নিলাম, কালকেই নতুন একটা পদ্ধতিতে করে ফেলবো, এটা ভুল। এটা মনে করিয়ে দিয়ে বৈঠক শুরু করেছি। খবর বিডিনিউজের।