সংস্কার কার্যক্রমে সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতীয় পার্টি

প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় আবু তাহের

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা আবু তাহের বলেছেন, সংস্কার ও আগামী সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত জাতীয় পার্টি। জাতীয় পার্টি তার ৯ বছরের শাসনামলে বিভিন্ন অবকাঠামো সংস্কার করেও সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। ১৪ মহাকুমাকে ৬৪ জেলায় রূপান্তর করে উপজেলা পরিষদ প্রতিষ্ঠা, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা, জেলায় জেলায় হাই কোর্ট ব্রাঞ্চ, উপজেলা কোর্ট প্রতিষ্ঠা করে আইনের শাসন জনগণের কাছে নিয়েছিল। তিনি গত বুধবার বিকেলে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহসভাপতি মুহাম্মদ ওসমান খান। জাপা নেতা রেজাউল করিম রেজার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ সভাপতি এডভোকেট লিটন কান্তি গুহ, নগর সাংস্কৃতিক পার্টির সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বপন, নগর নৌযান শ্রমিক পার্টির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, নগর শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম মিন্টু, নগর জাপা নেতা সমির সরকার, পঙ্কজ বড়ুয়া, এম জেড এইচ রনজু, যুবনেতা জাহেদুল ইসলাম, কোতোয়ালী থানা জাপার সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, নগর ছাত্র সমাজ আহ্বায়ক শরীফুল মোল্লা নিরব, যুগ্ম আহ্বায়ক মো. জফীরুল হক সোহাগ, জ্যাকশন সুশীল, মো. সেলিম, জাপা নেতা ডা. মনিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা আবু তাহের আরও বলেন, জাতীয় পার্টিকে আলোচনা থেকে বাদ রেখে সংস্কার জাতির কাছে বিশ্বাসযোগ্য হবে না। কারণ জাতীয় পার্টি ২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের শুরু থেকে অংশীদার। আগামী সুষ্ঠু নির্বাচনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে আমরা প্রস্তুত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশোষণমুক্ত ও বৈষম্যহীন দেশ বিনির্মাণে নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে চোরাই মোটরসাইকেলসহ একজন গ্রেপ্তার