বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাঁচলাইশ থানার বহদ্দারহাট শাখার সভায় পদ্ধতিগত পরিবর্তনসহ নির্বাচন ব্যবস্থা দ্রুত সংস্কার করে চলতি বছরের ভেতরেই নির্বাচনের লক্ষ্যে প্রক্রিয়া শুরুর দাবি করেছেন নেতৃবৃন্দ। তাঁরা বলেন, আইন–শৃঙ্খলা পরিস্থিতি নাজুক। শ্রমিক মেহনতি মানুষের ওপর নির্যাতন, নারীর ওপর সহিংসতা, বিচারব্যবস্থার অচলাবস্থা এবং দ্রব্যমূল্যসহ জনজীবনে সংকট মোকাবেলায় দিনদিন কোণঠাসা অবস্থায় চলে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। চলমান অচলাবস্থা নিরসনে নির্বাচনের মধ্য দিয়ে ন্যূনতম জবাবদিহিতামূলক ব্যবস্থায় ফিরে যাওয়ার বিকল্প এখন নেই।
গতকাল বুধবার বাদুরতলায় অস্থায়ী কার্যালয়ে প্রদীপ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী। সভার শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান দুর্ঘটনায় নিহত ছাত্র–ছাত্রী–শিক্ষকদের মর্মান্তিক মৃত্যু ও চট্টগ্রামের শ্রমিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব কমরেড এএমএম নজরুল ইসলামের মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়।
সভায় রিপোর্ট পেশ করেন সম্পাদক মোহাম্মদ মহসিন। বক্তব্য রাখেন থানা সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ, পরিবহন শ্রমিক নেতা জামালউদ্দিন, মাহাবুবুর রহমান, গার্মেন্ট শ্রমিক নেতা আলাউদ্দিন বাবলু প্রমুখ। এতে মোহাম্মদ মহসিনকে বহদ্দারহাট শাখার সম্পাদক পুনঃনির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।