সংস্কার ও ফেয়ার নির্বাচনের কথা বলেছি : জামায়াত

| রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৪:২৭ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি। একটা ফেয়ার নির্বাচনের বিষয়ে বলেছি, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলেছি। জাতিসংঘের মহাসচিব আমাদের অধিকাংশ বক্তব্য সমর্থন করে বলেছেন, বাংলাদেশের সিদ্ধান্তের কাজে আমাদের সহযোগিতা করবেন এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি আশাবাদী। খবর বিডিনিউজের।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোসর, তাদের সরাতে হবে
পরবর্তী নিবন্ধআমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু : ফরহাদ মজহার