চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগের মূল স্লোগান ছিল উন্নয়ন আর উন্নয়ন। উন্নয়নের গালগল্প শুনিয়ে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।
যেকোন উপায়ে জনগণের পকেট কেটে দুর্নীতি ও লুটপাট করে দেশের অর্থনীতিকে ধবংস করাই ছিল তাদের উন্নয়নের মূলমন্ত্র। আমরা লক্ষ্য করছি, সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি মহল এবং দেশি-বিদেশি যড়যন্ত্রকারীরা নির্বাচনকে প্রলম্বিত করবার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের উন্নয়ন গল্পের মতোই সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক। তাই রাষ্ট্রের মালিকানা যদি জনগণের হাতে ফিরিয়ে দিতে হয় তাহলে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। বিগত ১৬ বছর আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে লড়াই করেছি, এখনো করছি। কারণ আমরা জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠিত করতে চাই। নির্বাচনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে নিতে চাই। নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে সংসদে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চাই। আর সে জন্যেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। যারা জনগণের ক্ষমতায়নকে ভয় পায়, জনগণের ভোটের অধিকারকে ভয় পায় নির্বাচনের কথা শুনলে তারা নানা ধরনের তালবাহানা শুরু করে। নানা ধরনের সংস্কারের কথা বলে তারা নির্বাচনকে প্রলম্বিত করছে। তাই দেশের ও জাতির স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা জাতিকে বিভাজন, বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের ব্যাপারে সজাগ ও সর্তক থাকতে হবে।
২৫ মার্চ (মঙ্গলবার) বিকেলে বোয়ালখালী উপজেলার ০৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে মুন্সিপাড়া ইয়াং স্টার ক্লাব এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ইসহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, উপজেলা বিএনপির সদস্য ওয়াহিদুল আলম ওয়াহিদ। ইয়াং স্টার ক্লাব এর সভাপতি মো. হাসান চৌধুরীর সভাপতিত্বে ও এস. এ রাসেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আমিন, সরোয়াতলী ইউনিয়ন সভাপতি ইঞ্জি. তারেক, কধুরখীল ইউনিয়ন বিএনপির আহবায়ক কফিল উদ্দিন, শ্রীপুর-খরণদ¦ীপ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এমদাদ আনচারী, কধুরখীল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাইফু, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শওকত হোসেন, মো. আবদুল্লাহ, মো. মাহমুদুল্লাহ, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন, বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল্লাহ্ চৌধুরী মানিক, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরেফিন রিয়াদ, মীর ইলিয়াস, নুর হোসেন, ছাত্রদল নেতা শাহরিয়ার, মোস্তাফা করিম লিটন প্রমুখ।