ছোট পর্দায় তুমুল জনপ্রিয়তা তার। বড় পর্দায় অভিনয় করেও হয়েছেন প্রশংসিত। বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের একজন তিনি। বলছি লাক্স তারকা মৌসুমী হামিদের কথা। এবার ‘সংসার আনলিমিটেড’ নামে একটি ওয়েব কনটেন্টে দেখা যাবে তাকে। মৌসুমী হামিদ বলেন, মজার কাজ করেছি। এটি রিয়েল লাইফ কমেডি গল্প। চরকির সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আমার সঙ্গে রয়েছেন মীর রাব্বী, ইরেশ যাকেরসহ আরও অনেকে। তিনি আরও বলেন, ‘সংসার আনলিমিটেড’ ৪০ মিনিটের একটি ওয়েব ফ্লিক। এটি চরকির নতুন সংযোজন। এখানে কাজটি করতে পেরে খুবই উচ্ছ্বসিত। দর্শকরা কাজটি উপভোগ করবেন আশা করি। জানা যায় উত্তরা, টঙ্গিসহ বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ হয়েছে। মাসুম শাহরীয়ার রচনায় ওয়েব ফ্লিকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। আগামী বৃহস্পতিবার ওটিটি প্লাটফর্ম চরকিতে দেখতে পাবেন দর্শক।