সংসদ সদস্যদের শপথ নিয়ে ‘অসাংবিধানিক‘ তথ্য ছড়ানো আদালত অবমাননার শামিল বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। গতকাল রোববার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদ সদস্যদের শপথকে যারা অসাংবিধানিক বলে তথ্য ছড়াচ্ছেন তারা আদালত অবমাননা করছেন। খবর বিডিনিউজের। বিএনপি নেতা, আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলে আসছেন, সদ্য সমাপ্ত দ্বাদশ সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথ ‘সংবিধানসম্মত’ হয়নি। তার ভাষ্য, আগের সংসদের মেয়াদপূর্তির আগেই নতুন নির্বাচিতরা শপথ নেওয়ায় বর্তমানে সংসদে ‘৬০০ সদস্য রয়েছেন’। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকও একই মন্তব্য করেছেন। গত বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, বাংলাদেশে এখন এমপি ছয়শ জন। ২৯ তারিখ পর্যন্ত এই সংসদ (একাদশ), সেই সংসদের সদস্যরা এখনও বহাল আছেন। কী করে সম্ভব? সংবিধানের কোন আইনে লেখা আছে এরা শপথ করতে পারবেন? বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, এটা নিয়ে সুপ্রিম কোর্টের রায় আছে। যদি খোকন বলে থাকেন, তিনিও আদালত অবমাননা করেছেন।