সংসদে গেলে এলাকার উন্নয়নকে দলীয় নয়, জনস্বার্থের জায়গা থেকে বিবেচনা করবো : ডা. রেজাউল করিম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৮:১৯ অপরাহ্ণ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাঙ্গুনিয়াবাসীর উন্নয়ন ও কল্যাণে দলের ঊর্ধ্বে উঠে কাজ করার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। তিনি বলেন, সংসদে গেলে এলাকার উন্নয়নকে দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, জনস্বার্থের জায়গা থেকে বিবেচনা করা হবে। শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার সরফভাটা ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

ডা. রেজাউল করিম বলেন, “রাঙ্গুনিয়ার মানুষ এখন মুখের কথা নয়, বাস্তব কাজ দেখতে চায়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো-এই মৌলিক খাতগুলোতে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমার লক্ষ্য।”

তিনি বলেন, “সংসদ সদস্য মানে শুধু আইন প্রণেতা নয়, তিনি এলাকার মানুষের কণ্ঠস্বর। জনগণের অধিকার, মর্যাদা ও ন্যায্য প্রাপ্য আদায়ে আমি সবসময় সোচ্চার থাকবো।”

তরুণ সমাজের কথা উল্লেখ করে তিনি বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের দক্ষ মানবসম্পদে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং মেধার যথাযথ মূল্যায়নের মাধ্যমে রাঙ্গুনিয়াকে এগিয়ে নিতে চাই।”

ভোটারদের উদ্দেশে জামায়াত প্রার্থী বলেন, “এই নির্বাচন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি ন্যায়, সততা ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ। বিবেকের রায়ে ভোট দিয়ে একটি মানবিক ও দুর্নীতিমুক্ত রাঙ্গুনিয়া গড়ে তুলুন।”

এদিন সরফভাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। গণসংযোগে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে আমরা একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ১১ দলীয় জোটের প্রার্থীর প্রচারণা স্থগিত করলো এনসিপি