সংসদের ৩০০ আসনের ৭ শতাংশে নারী প্রার্থীর প্রস্তাব ঐকমত্য কমিশনের

প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে পৌঁছার তালিকা প্রদান

| বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারীদের সংরক্ষিত ৫০ আসন ঠিক রেখে সংসদের ৭ শতাংশ আসনে সরাসরি নির্বাচনের জন্য নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার নতুন প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এ প্রস্তাব অনুযায়ী, প্রতিটি রাজনৈতিক দলকে দলীয়ভাবে ৩০০ আসনের মধ্যে ৭ শতাংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে। গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের ২২তম দিনে সংশোধিত এ প্রস্তাবটি উপস্থাপন করে ঐকমত্য কমিশন। এদিকে প্রস্তাবিত বিভিন্ন সংস্কার পদক্ষেপ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতে প্রথম পর্বে ৬২টি বিষয়ে ঐকমত্যে পৌঁছার কথা বলেছে জাতীয় ঐকমত্য কমিশন। খবর বিডিনিউজের।

জানা যায়, জাতীয় নাগরিক পার্টিএনসিপি ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীদের ১০০ আসনে সরাসরি ভোটের প্রস্তাব দেয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলবাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দলজেএসডি সরাসরি ভোটের কথা বলে। তবে জামায়াতসহ ইসলামি দলগুলো সংখ্যানুপাতিক হারে ১০০ আসনে নির্বাচনের প্রস্তাব দিয়েছে। বিএনপিসহ সমমনারা বিদ্যমান পদ্ধতিতে ১০০ সংরক্ষিত আসনের প্রস্তাব দেয়। এ অবস্থায় কমিশন ১৪ জুলাই সংশোধিত একটি প্রস্তাব উপস্থাপন করে কমিশন। সেখানে বলা হয়, কোনো দল ২৫টির বেশি আসনে মনোনয়ন দিলে সেখানে ন্যূনতম একতৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেবে। তবে ওইদিন এ প্রস্তাবের বিরোধিতা করে অধিকাংশ দল। ২৭ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিদ্যমান ৫০ সংরক্ষিত আসন বহাল রাখার পাশাপাশি ৫ শতাংশ আসনে নারী প্রার্থী করার প্রস্তাব করেন, যা আগামী নির্বাচনে বাস্তবায়ন হবে। এরপর চতুর্দশ সংসদ নির্বাচনে তা বাড়িয়ে ১০ শতাংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার প্রস্তাব দেয় দলটি।

এমন প্রেক্ষাপটে বুধবার বৈঠকে নতুন প্রস্তাব উপস্থাপন করে কমিশন। সেখানে বলা হয়, জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে ১০০ আসনে উন্নীত করা হবে। সংবিধানের অনুচ্ছেদ ৬৫ এর দফা () এ প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে বিদ্যমান সংরক্ষিত ৫০টি আসন বহাল রেখে প্রতিটি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে ৭ শতাংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেবে। চতুর্দশ জাতীয় নির্বাচনে ১৫ শতাংশ আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার জন্যে প্রত্যেক রাজনৈতিক দল নারী প্রার্থীকে মনোনয়ন দেবে। রাজনৈতিক দলগুলো এই হার পর্যায়ক্রমে প্রতি সাধারণ নির্বাচনে ৫ শতাংশ হারে বৃদ্ধি করে সংসদে সরাসরি নির্বাচনে নারীদের মনোনয়নের মাধ্যমে নারীদের প্রতিনিধিত্ব ১০০ তে উন্নীত করবে।

পঞ্চদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো পর্যাপ্ত সংখ্যক নারীদেরকে মনোনয়ন দেবে যাতে ১০০ জন নারী জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত হয়ে আসেন। এদিন বেলা ৩টার দিকে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়।

প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে পৌঁছার তালিকা দিল কমিশন : প্রস্তাবিত বিভিন্ন সংস্কার পদক্ষেপ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতে প্রথম পর্বে ৬২টি বিষয়ে ঐকমত্যে পৌঁছার কথা বলেছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিকক্ষ আইনসভা, রাষ্ট্রপতির অভিশংসন, নারীর আসন বাড়িয়ে ১০০ তে উন্নীত করা, জুলাই আন্দোলনে গণহত্যা ও ভোট জালিয়াতির অভিযোগে অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের চিহ্নিত করা ও উপযুক্ত ব্যবস্থা নিতে স্বাধীন তদন্ত কমিশন গঠনের বিষয়ে দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলে তুলে ধরা হয়েছে দলগুলোর কাছে পাঠানো এ তালিকায়।

পূর্ববর্তী নিবন্ধ৩১ জুলাই : মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা
পরবর্তী নিবন্ধবর্ষার এই তিন মাস ওয়াসা যাতে সড়ক কাটাকুটি না করে