সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার শিরোনামে গত ১৩ ফেব্রুয়ারি দৈনিক আজাদীতে প্রকাশিত সংবাদে ভুলবশত চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে সাইফুল ইসলামের রিমান্ড আবেদন নাকচ করেন এবং তাকে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।