সংশোধনী

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২০ জুন, ২০২১ at ১২:৫২ অপরাহ্ণ

দৈনিক আজাদীর ১ম পৃষ্ঠায় গতকাল ‘দেওয়ানহাট ফ্লাইওভার : ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু’ শিরোনামে প্রকাশিত সংবাদে তথ্যগত ভুল রয়েছে। প্রকৃতপক্ষে, মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ তানিম চৌধুরী নামে হাটহাজারীর ওই যুবকের মৃত্যু হয়। দেওয়ানহাট ফ্লাইওভারে বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তখন সেখানে কোনো লোক ছিল না। বেশ কিছুক্ষণ পর দুই লোক ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় তার পেটে রক্তক্ষরণ হতে দেখে ধারণা করেন হয়ত ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছে। তারা ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন তানিম।

পূর্ববর্তী নিবন্ধআলী আজম
পরবর্তী নিবন্ধপৃথিবী টিকিয়ে রাখতে সবুজায়নের বিকল্প নেই