সংশপ্তকের সাথে চসিকের অ্যাডভোকেসি সভা

| বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

সংশপ্তক গত সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাথে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য বৈধ জাতীয় পরিচয় পত্র বিষয়ক পরিষেবা নিশ্চিতকরণে স্থানীয় সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে চসিক সম্মেলন কক্ষে অ্যাডভোকেসি সভার আয়োজন করে। সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। তিনি বলেন, পোশাক শ্রমিকসহ অন্যান্য শ্রমিকদের বৈধ জাতীয় পরিচয়পত্র না থাকায় সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা সেবা প্রকল্পের আওতায় আনা যাচ্ছে না, তাই বৈধ জাতীয় পরিচয়পত্র থাকা এবং করা অত্যন্ত জরুরি। তিনি গিজ এবং একশন এইড এর সহযোগিতায়, সংশপ্তকের বৈধ জাতীয় পরিচয়পত্র বিষয়ক সচেতনতা বিষয়ক অধিকার প্রকল্প বাস্তবায়নকে স্বাগত জানান।

সভা সঞ্চালনায় ছিলেন একশন এইড বাংলাদেশের লিডউইমেন রাইটস্‌ এবং জেন্ডার ইক্যুইটির মরিয়মনেছা। বক্তব্য প্রদান করেন গিজ এডভাইজর (নলেজ ম্যানেজমেন্ট) নাকিব রাজিব আহমেদ, একশন এইডের বাংলাদেশের ডেপুটি ম্যানেজার মারুফ হোসেন, নির্ধারিত ওয়ার্ড সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পোশাক শ্রমিক, সংশপ্তক এর পরিচালক অগ্রদুত দাশ গুপ্ত, সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, ভাস্কর বিশ্বাস, মিনা আক্তার, লিলি সাহা প্রমুখ। সভা আয়োজনে সমন্বয় করেন জয়নাব বেগম চৌধুরী সহকারী পরিচালক এবং সমন্বয়ক অধিকার প্রকল্প, সংশপ্তক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে মাথায় কাচ পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু