সংঘাত যে গণতন্ত্রের পথ নয়, সে কথা মনে করিয়ে দিয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। গতকাল নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।
ভোট সামনে রেখে তফসিল ঘোষণার প্রস্তুতি আর বিরোধী দলের হরতাল–অবরোধের মধ্যে এদিন আকস্মিকভাবে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যান মার্কিন রাষ্ট্রদূত। ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা জানান, এ বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না। সকালে অফিসে এসে তারা জানতে পারেন, মার্কিন রাষ্ট্রদূত কমিশনে এসেছেন।
সকাল ১০টা থেকে এক ঘণ্টার বেশি সময় বৈঠক করার পর সাংবাদিকদের সামনে এসে হাস বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমরা নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা চাই। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা রাজনৈতিক দল, সরকার, ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, গণমাধ্যম এবং অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব।
তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগ, শান্তিপূর্ণ সমাবেশ বা ইন্টারনেট ব্যবহারে বাধা দেওয়া, সহিংসতার মতো বিষয়গুলো এবং গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে খর্ব করে এ রকম সবকিছুই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে। গণতান্ত্রিক নির্বাচনে কোনো পক্ষের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আমি আশা করি, সব পক্ষ শর্তহীনভাবে সংলাপে বসে সামনের দিকে এগোবে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে নেবে।