সংরক্ষিত বনে হাতির ক্ষতবিক্ষত মৃতদেহ, তুলে নেওয়া হয়েছে দাঁত

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

বাঁশখালীর সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে, যেটিকে হত্যার পর দাঁত তুলে নেওয়া হয়েছে বলে দাবি করছে বন বিভাগ। গতকাল বুধবার বিকালে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বাঁশখালী উপজেলার জলদি রেঞ্জের পাইরাং দমদমারমুখ এলাকায় মনুমার ঝিরি নামক এলাকার সংরক্ষিত বনে মৃত হাতিটি পাওয়া যায়। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় লোকজনদের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের লোকজন গিয়ে মৃত হাতিটি দেখতে পায়। পুরুষ হাতিটির বয়স সাতআট বছর। হাতিটির শরীরের বিভিন্ন অংশে ধারাল কিছুর আঘাতের চিহ্ন দেখা গেছে। সেটির দাঁত ও নখ তুলে ফেলা হয়েছে।

শিকারীরা দাঁতের জন্য হাতিটিকে হত্যা করে থাকতে পারে জানিয়ে আবদুল্লাহ আল মামুন বলেন, এটিকে কয়েকদিন আগে হত্যা করা হতে পারে।

বাঁশখালী প্রতিনিধি জানান, গতকাল বিকালে বনবিভাগের কর্মকর্তারা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দীর নেতৃত্বে হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করেন। গন্ধ বের হওয়াতে হাতিটিকে মাটি চাপা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে বনবিভাগের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলে জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।

অভিযোগ উঠেছে বাঁশখালীর গভীর পাহাড়ি এলাকায় নানাভাবে হাতি মেরে হাতির দাঁতসহ নানা মূল্যবান অঙ্গ পাচারে একটি চক্র কাজ করে যাচ্ছে দীর্ঘদিন থেকে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ে প্রস্তাবনা পেশ
পরবর্তী নিবন্ধগণহত্যার দায়ে ইসরায়েলকে বিচারের আওতায় আনুন