সংরক্ষিত বনের গাছ কেটে পাচার, তিন আসামি কারাগারে

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৫:৫০ পূর্বাহ্ণ

হাটহাজারীর একটি বন মামলায় হাজিরা দিতে গেলে ৩ আসামিকে গত সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার বন মামলার তিন আসামিকে জেল হাজতে প্রেরণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মামলা পরিচালনাকারী আইনজীবী ও বাদী।

জানা যায়, গত বছরের জুন মাসে চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জের আওতাধীন উপজেলার মন্দাকিনী বন বিটের সরকারি সংরক্ষিত বনে অবৈধ প্রবেশ করে মূল্যবান সেগুন, মেহগনি গাছ কেটে পাচার করার অপরাধে তৎকালীন মন্দাকিনী বন বিট কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ফরেস্টার ২ জুন বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় হারুনূর রশীদ কালু, বদিউল আলম বদি ও ওসমান গনি সুমনকে আসামি করা হয়। আসামিরা গত সোমবার আদালতে হাজিরা দিতে গেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত৬ এর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূরুল হারুন আসামিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধগৃহবধূকে পিটিয়ে হত্যা,স্বামী-ননদ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধটেকনাফে সাগরপথে অনুপ্রবেশকারী ৩৭ রোহিঙ্গা আটক