সংরক্ষিত আসনের উপনির্বাচনে লড়বেন ৩ প্রার্থী

রাঙ্গুনিয়া পৌরসভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৮ জানুয়ারি, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর সংরক্ষিত আসনের (১, ২ ও ৩ নং ওয়ার্ড) উপনির্বাচনে ৩ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাছাইয়ের শেষে তাদের আবেদন বৈধ ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন পৌরসভার ২ নং ওয়ার্ড থেকে সাবেক সংরক্ষিত কাউন্সিলর মঞ্জুরা বেগম, যুব মহিলা লীগ নেত্রী একই ওয়ার্ডের বাসিন্দা রুবি আক্তার ও ৩ নং ওয়ার্ডের মারাফা বেগম।
নির্বাচনের সহকারী রিটানিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বায়েজীদ আলম জানান, ৩ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিলে যাছাই-বাছাই শেষে তাদের আবেদন বৈধ বিবেচিত হয়। আগামী ১১ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার, ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও ৩১ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মোট ৪টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। উল্লেখ্য, গত ৫ অক্টোবর এই আসনের সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন আক্তার ইন্তেকাল করেছেন।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নের জন্য অতীতের মতোই পাশে থাকুন
পরবর্তী নিবন্ধকাজাখস্তানে বিক্ষোভ দমনে গুলি করে হত্যার নির্দেশ