বোয়ালখালী উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ও চরণদ্বীপ ইউনিয়নের সংযোগকারী খরণদ্বীপ এলাকার সৈয়দ খালের উপর নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিন বন্ধ রাখার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীরা সম্প্রতি মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। খরণদ্বীপ কেরানী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ও স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। খরণদ্বীপ কেরানী ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আকবর খান সওদাগরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী কমিটির সহ–সভাপতি দুলাল দে সওদাগর, সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ সওদাগর, খরনদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী, ওসমান সওদাগর, মো. সোলেমান, ইছা সওদাগর, রফিক সওদাগর, জাকারিয়া সওদাগর, জসিম সওদাগর, ইব্রাহিম মিয়া। আরো উপস্থিত ছিলেন উত্তরপাড়া সমাজকল্যাণ কমিটির সভাপতি নাছের উদ্দিন, চরনদ্বীপ ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব খোরশেদ আলম বাচা, যুবদল নেতা ওবায়দুল হক, ভান্ডালজুরি সড়ক যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি দিদার আলম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ও চরণদ্বীপ ইউনিয়নের সংযোগকারী খরণদ্বীপ এলাকার সৈয়দ খালের উপর নির্মাণাধীন সেতুর কাজ প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার বাসিন্দা। প্রেস বিজ্ঞপ্তি।