সংবিধান মোতাবেক জাতীয় নির্বাচনের দাবি সুজনের

আমরা করবো জয়ের পতাকা মিছিল

| সোমবার , ২৪ জুলাই, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

ত্রিশ লক্ষ শহীদের রক্তে রাঙা সংবিধান মোতাবেক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন মহানগর ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল রোববার নগরীর একটি কনভেনশন হল থেকে ছোটপুল পর্যন্ত আমরা করবো জয়ের উদ্যোগে আয়োজিত পতাকা মিছিলে উক্ত দাবি জানান তিনি। এ সময় সুজন বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্ত এবং দুই লক্ষ মাবোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ একটি জাতীয় পতাকা এবং একটি পবিত্র সংবিধান অর্জন করেছে। একটি রাষ্ট্র পরিচালনার একমাত্র দিকনির্দেশনা হচ্ছে সংবিধান। একটি জাতির জীবনধারা পরিচালিত হয় সংবিধানকে কেন্দ্র করেই। ঠিক তেমনি ভাবে আগামী নির্বাচনও কিভাবে হবে সেটার স্পষ্ট উল্লেখ আছে আমাদের পবিত্র সংবিধানে। পতাকা মিছিলপূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশ মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহম্মেদ ইমুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মধ্যে বক্তব্য রাখেন চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, মিটুল দাশগুপ্ত, সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াছ, কাউন্সিলর আতাউল্ল্যাহ চৌধুরী, রুহুল আমিন তপন, আব্দুর রহমান মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলেদার প্রোডাক্ট প্রোডাকশন শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধঅপারেশন জ্যাকপট ছিল পাক হানাদারের বিরুদ্ধে নৌ কমান্ডোদের মরণকামড়