সংবিধান অনুযায়ী নির্বাচন হবে

মহিউদ্দিন বাচ্চুর পক্ষে গণসংযোগকালে নাছির

| রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৭:৩৪ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকার পরিবর্তন ও ক্ষমতা বদলের যে বিধান ও নিয়ম নীতি রয়েছে সেভাবেই সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটার আশঙ্কা নেই। কোনো মহল ঘোলাজলে মাছ শিকারের উদ্দেশ্যে নির্জলা মিথ্যাচারের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এখন থেকেই ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তিনি চট্টগ্রাম১০ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের বিজয় শুধু নিশ্চিত করাটাই বড় নয়, ভোট কেন্দ্রে যাতে স্বতঃর্ফূত উপস্থিতিরও প্রমাণ জানান দিতে হবে। তিনি গতকাল শনিবার ২৪ ও ৪৪নং সাংগঠনিক ওয়ার্ডে চট্টগ্রাম১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে গণসংযোগকালে একথা বলেন। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু এলাকাবাসীর উদ্দেশে বলেন, আমি ব্যক্তি হিসেবে নিজের জন্য ভোট চাই না। আমি ভোট চাইছি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থেই তার হাতকে শক্তিশালী করে বাংলাদেশের সাফল্য ও অগ্রগতির জয়যাত্রা অব্যাহত রাখার জন্য। মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, মো. হোসেন, . নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, রেজাউল করিম কায়সার, সৈয়দ মো. জাকারিয়া, আব্দুল্লাহ আল ইব্রাহিম, রেজুয়ানুল হক, কাউন্সিলর নাজমুল হক ডিউক প্রমুখ।

মহানগর মহিলা আওয়ামী লীগ : মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর বিজয় নিশ্চিত করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সূচানার আভাস জানিয়ে বলেন, সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে এবং এই ক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটার সম্ভাবনা নেই। তিনি গতকাল শনিবার ভাণ্ডার মার্কেটে ২৪নং মহিলা ওয়ার্ড আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চেমন আরা বেগমের সভাপতিত্বে জেবুন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগ। বক্তব্য দেন, মালেকা চৌধুরী, কাউন্সিলর হুরে আরা বিউটি, সৈয়দা সালেহা বেগম, অধ্যাপক সৈয়দা আমিনা সিদ্দিকী ডালিয়া, কোহিনুর আক্তার প্রমুখ।

৪২নং সাংগঠনিক ওয়ার্ড : ৪২নং সাংগঠনিক ওয়ার্ডে মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে তার সহধর্মিণী জিনাত বাচ্চু ও কাউন্সিলর জেসমিন পারভীন জেসী গণসংযোগ করেন। আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চুর পক্ষে ৪২ নং সাংগঠনিক ওয়ার্ড আওতাধীন রহমান নগর,মাইজপাড়া,সিএন্ডবি এলাকায় ব্যাপক গণসংযোগ করা হয়।এসময় বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন জিনাত বাচ্চু এবং কাউন্সিলর জেসমিন পারভীন জেসী। বক্তারা তাঁদের বক্তব্যে চট্টগ্রাম ১০ আসনে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ জুলাই নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।

শুলকবহরবাদুরতলা : চট্টগ্রাম১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নৌকা প্রতীকের সমর্থনে শুলকবহর ও বাদুরতলায় গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক। গতকাল শনিবার বিকালে শুলকবহর ও বাদুরতলা জঙ্গিশাহ মাজার এলাকা, হযরত হারেছ শাহ লেইন, বড় গ্যারেজ, দেরাজ মিয়া লেইন, পাঠান বাড়ী, শুলকবহর, জহির ব্রাদ্রাস বাড়ী, চৌধুরী বাড়ি, আরকান হাউজিং সোসাইটি, লালা পুকুর মাঠ, আলমাদানি রোড়, জান মোহাম্মদ চাকলাদার বাড়ী এলাকার প্রতিটি ঘরে ঘরে গণসংযোগ করেন তিনি। এসময় প্রচারপত্র বিলি এবং আগামী ৩০ জুলাই ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন। এতে রাঙামাটি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু মুসা, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক হাসান আলী, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন অপু, শাহাদাত হোসেন হিরা, নুরউদ্দীন তুফান, মহিউদ্দিন চৌধুরী মাহিন, রাইসুল ইসলাম আকাশ, দিদার আলম, নুরুল আবছার রাফি, কাজী মো. আলভী, সাগর দাশ, ধ্রুব ভট্টাচার্য, এনায়েত উল্লাহ নিশাদ, শাহাদাত হোসেন আবিদ, রায়হান এরশাদ, সাজিদুল ইসলাম নয়ন, মোহাম্মদ তাছভীর, মোহাম্মদ মুবাশ্বির, মোহাম্মদ রাহাত, মোহাম্মদ অপি, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ সাজেদুল, মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ নকিব, মোহাম্মদ রিদুয়ান, মো. নিজামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদল-মতের ঊর্ধ্বে থেকে জনসাধারণের কল্যাণে কাজ করে যাব
পরবর্তী নিবন্ধসেতু নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শনে পরিকল্পনা কমিশনের প্রতিনিধি দল