সংবাদের শিরোনাম দেখে বিরক্ত তমা

| বৃহস্পতিবার , ৬ জুলাই, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

সংবাদের শিরোনামে বক্তব্য ভুলভাবে উপস্থাপনে বিরক্ত এবং বিব্রত ‘সুড়ঙ্গ’ নায়িকা তমা মির্জা। সেই বিরক্তির কথা জানিয়েছেন ফেইসবুকে একটি পোস্ট দিয়ে। এছাড়া বিনোদন জগতের তারকাদের কথা ঠিকঠাক বুঝে তারপর সংবাদ লেখার পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী। খবর বিডিনিউজের।

কয়েকদিন আগে সংবাদমাধ্যমে ‘সুড়ঙ্গ’ ও ক্যারিয়ার নিয়ে যা বলেছিলেন, সেই কথাগুলো ঠিকভাবে প্রকাশ করা হয়নি বলে অভিযোগ জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর। তিনি বলেছিলেন, ‘সুড়ঙ্গ’ এর ময়নাকে (তমার চরিত্র) ধারণ করতে গিয়ে দীর্ঘ সময় অন্য কোনো কাজের সাথে যুক্ত হননি। আর খবরের শিরোনাম হয়েছে ‘তমার হাতে কাজ নেই’। এতেই বিরক্ত হয়েছেন আরফান নিশোর নায়িকা। ফেইসবুকে তমা লিখেছেন, “‘সুড়ঙ্গ’ এর ময়নাকে ধারণ করতে গিয়ে দীর্ঘ সময় অন্য কোন কাজের সাথে যুক্ত হননি বলে জানান তমা মির্জা। এটা আমার বক্তব্য। কিন্তু দেখলাম একটা নিউজে এর হেডলাইন ‘তমার হাতে কাজ নেই’। ভাই একটু জেনে বুঝে নিউজ করেন, আপনাদের এসব হেডলাইন এর জন্য আমরা আর্টিস্টরা কনট্রোভার্সিতে পড়ি। এটা বিরক্তিকর এবং বিব্রতকর।”

ওই সংবাদমাধ্যমকে তমা মূলত বলেছিলেন, ‘সুড়ঙ্গ’ সিনেমার আগে তিনি কাজ করেছিলেন ‘ফ্রাইডে’ ওয়েব ফিল্ম। এরপর গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জুলাই পর্যন্ত তিনি ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সময় দিয়েছেন। তাই এর মধ্যে আর কোনো কাজ হাতে নেননি। তমার ভাষ্য হলো, তিনি চেয়েছিলেন ‘ফ্রাইডে’র পর একটি বিরতি নিয়ে দর্শকরা যেন ‘সুড়ঙ্গ’তে ময়না দেখতে পায়। তাই মাঝে আর কোনো কাজে তিনি পর্দায় আসতে চাননি। তমা বলেছেন, এখন তিনি দুটি চিত্রনাট্য পড়ছেন। তবে অগাস্ট পর্যন্ত ‘সুড়ঙ্গ’ নিয়েই ব্যস্ত থাকতে চান। কোরবানির ঈদে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। রায়হান রাফির ‘সুড়ঙ্গ’ প্রেম, রোমাঞ্চ, গান, কমেডি, অ্যাকশন, সব মিলিয়ে পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমা। ছোট পর্দার অভিনেতা আরফান নিশো অভিনীত প্রথম সিনেমায় তমা মির্জা ছাড়াও একটি আইটেম গানে নেচে ‘ঝড়’ তুলেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। নতুন খবর হলো ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ‘সুড়ঙ্গ’। আর এজন্য পশ্চিমবঙ্গের সেন্সরবোর্ডে জমাও পড়েছে সিনেমাটি। পশ্চিমবঙ্গে এই সিনেমার পরিবেশক প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কোটেশ ফিল্মসএসভিএফ। কর্তৃপক্ষ জানিয়েছে ছাড়পত্র মিললে শিগগিরই পশ্চিমবঙ্গে হলগুলো ‘সুড়ঙ্গ’ চলা শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বাড়ছে ডায়রিয়া
পরবর্তী নিবন্ধ‘প্রিয়তমা’ দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব খান