সংবাদপত্র হকারদের বসুন্ধরা গ্রুপের ঈদ উপহার

| শনিবার , ১৭ জুলাই, ২০২১ at ১০:২৮ অপরাহ্ণ

দেশব্যাপী সংবাদপত্র পৌঁছে দেয়ার কারিগর হকার্স ইউনিয়নগুলোকে ঈদ উপহার দিলো বসুন্ধরা গ্রুপ।
আজ শনিবার (১৭ জুলাই) দুপুরে নিজ বাসভবনে সংগঠনগুলোর নেতাদের হাতে এ উপহার তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
সায়েম সোবহানের হাত থেকে উপহার গ্রহণ করেন ঢাকা সংবাদপত্র হকার্স বহুমূখী সমবায় সমিতি লি.-এর সভাপতি আব্দুল মান্নান, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি.-এর সেক্রেটারি হাজী মো. শাহাবুদ্দিন, পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লি.-এর সার্কুলেশন ম্যানেজার সাদেকুল ইসলাম ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশন-এর সাংগঠনিক সম্পাদক মো. আলী। এছাড়াও হকার্স ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, দৈনিক কালের কন্ঠ-এর সম্পাদক ইমদাদুল হক মিলন ও ডেইলি সান পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী সহ আরও অনেকে।
ঈদ উপহার প্রদান শেষে দেশের পত্রিকার উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা ও ঈদের অগ্রীম শুভেচ্ছা জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় বিকাশের টাকা লুটের ঘটনায় আটক আরো ১
পরবর্তী নিবন্ধদেশে পৌঁছেছে সিনোফার্মের ১০ লাখ ডোজ করোনা টিকা