সংবাদপত্র হকারদের জীবনমান উন্নয়নে পরিকল্পনা প্রয়োজন

চসহইর অভিষেক অনুষ্ঠান

| মঙ্গলবার , ১৫ মার্চ, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চসিকের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন বৈশ্বিক মহামারী, প্রযুক্তিগত উন্নয়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপকতা বৃদ্ধি সংবাদপত্রকে নুতন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। বিরূপ প্রভাব সংবাদপত্র হকারদের জীবন-জীবিকাকে সংকটে ফেলেছে। সংবাদপত্র হকারদের সংকট উত্তরণে সরকার ও সংবাদপত্র কর্তৃপক্ষের কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন।
গত ১৩ মার্চ রাতে চট্টগ্রাম সংবাদপত্র হকার ইউনিয়ন (চসহই) এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ প্রসঙ্গে তিনি বলেন সংবাদপত্রের অবিচ্ছেদ্য গুরুত্বপূর্ণ অঙ্গ সংবাদপত্র হকার/ সংবাদপত্রের প্রচার ও প্রসারে এদের ভূমিকা ও অবদান মূল্যায়ন হওয়া দরকার। সংবাদপত্র হকারদের বিরাট একটি অংশ কোভিড পরিস্থিতির নির্মম শিকার হয়েছে। অনেকে পেশাচ্যুত হয়েছে। আর্থিক অনটনের মধ্যে তাদের দিনাতিপাত করতে হচ্ছে। সরকারের বিশেষ করে প্রধানমন্ত্রীর নেয়া গৃহহীনদের পুনর্বাসন কর্মসূচিসহ অন্যান্য প্রকল্পের সুবিধা তাদের কিভাবে দেয়া যায় তা ভাবনায় আনতে হবে।
সংবাদপত্র হকার্স নেতাদের তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট হবার আহ্বান জানিয়ে নাছির বলেন নেতৃত্ব তাদের দায়িত্ব, কর্তব্য সম্পর্কে সজাগ থাকলে কমিউনিটির ভাগ্যেন্নয়ন সহজ হবে। চসহই নির্বাচন কমিটির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে দৈনিক যায় যায় দিন-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরী চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান ইউনিয়নের উপদেষ্টা হেলাল উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে চসহই’র নবনির্বাচিত সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক ওসমান গণি, সমিতির সভাপতি মো. ইউসুফ, সহ-সভাপতি দাউদুল ইসলাম বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাস্তা, ফুটপাত ও নালা দখল করে দোকান তৈরি
পরবর্তী নিবন্ধআইআইইউসির ফিমেল একাডেমিক জোনে মেইল টিচার রুম উদ্বোধন