সংবাদপত্র শিল্পের জন্য শুল্ক ও কর ছাড় চায় নোয়াব

| সোমবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:০৪ পূর্বাহ্ণ

আজাদী ডেস্ক 

সংবাদপত্র শিল্প বাঁচাতে আগামী বাজেটে নিউজপ্রিন্টে আমদানি শুল্ক ও ভ্যাট কমানোর প্রস্তাব দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। একই সঙ্গে এ খাতকে সেবামূলক শিল্প হিসেবে বিবেচনা করে করপোরেট কর সর্বনিম্নে নির্ধারণ অথবা অবলোপন করার দাবি জানিয়েছে সংগঠনটি।

রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও নোয়াবের ২০২৪২৫ অর্থবছরের প্রাকবাজেট বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এটি ছিল আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের জন্য অংশীজনদের সঙ্গে প্রথম বৈঠক।

বৈঠকে নোয়াবের পক্ষে প্রস্তাব তুলে ধরেন এর সভাপতি এ. কে. আজাদ। তিনি বলেন, ‘সংবাদপত্র শিল্প সামপ্রতিককালে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমের বহিঃপ্রকাশ, টেলিভিশনের অপ্রতিরোধ্য অগ্রগতি যেমনভাবে সংবাদপত্র শিল্পকে বিরূপ পরিস্থিতির মুখোমুখি করেছে, অন্যদিকে বিভিন্ন শুষ্ক, ভ্যাট, করপোরেট ট্যাক্স এই শিল্পের বিকাশে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।’

. কে. আজাদ বলেন, ‘বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থায়, বিশেষত ডলারের ক্রমবর্ধমান বিনিময় হার, এই শিল্পকে নতজানু করে ফেলেছে। অল্প কিছুদিন আগেও এক টন নিউজপ্রিন্টের মূল্য ছিল ৬০০ ডলারের নিচে, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭০০ ডলারের উপরে। এর অন্যতম প্রধান কারণ টাকা ডলারের বিরূপ বিনিময় হার।’ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘নিউজপ্রিন্টে আমদানি শুল্ক ৫ শতাংশ হলেও তার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট, অগ্রিম আয়কর, পরিবহন বীমা ইত্যাদিসহ ল্যান্ডের ব্যায় প্রায় ৩০ শতাংশে দাঁড়ায়। সংবাদপত্র সেবা শিল্প হিসেবে সরকার কর্তৃক ঘোষিত। সাংবাদিক বাদেও মুদ্রণ, বিপণন, বিতরণ ও বিজ্ঞাপন ইত্যাদিসহ অগণিত মানুষ এই শিল্পের নির্ভরশীল। এর অব্যাহত অগ্রগতি ও পরিচালনার জন্য শুষ্ক ও কর নীতি প্রয়োগের বিপুল সংস্কার তথ্য সহায়ক ভূমিকা প্রয়োজন। এ প্রেক্ষিতে নোয়াব নিম্নবর্ণিত প্রস্তাব পেশ করছেনিউজপ্রিন্টের আমদানি শুল্ক ২ শতাংশ করা হোক। ভ্যাট ১৫ শতাংশের স্থলে পাঁচ শতাংশ করা হোক। সংবাদপত্র শিল্পকে সেবামূলক শিল্প হিসেবে বিবেচনা করে কর্পোরেট ট্যাক্স সর্বনিম্নে নির্ধারণ করা অথবা অবলোপন করা হোক।’

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুকন্যা দেশকে মর্যাদার আসনে নিয়েছেন বলেই সারাবিশ্বের কাজের আগ্রহ : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রণোদনা বন্ধে পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হবে : আনিসুল ইসলাম