সংবাদপত্র কম্পিউটার্স এসোসিয়েশন–চট্টগ্রামের সাধারণ সভা গত ১৪ জুলাই নগরীর নূর আহমদ চৌধুরী সড়কস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী। শুরুতে সংগঠনের প্রবীণ সদস্য উত্তম মহাজনের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রতন বিশ্বাস, আজগর আলী সোহেল প্রমুখ। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে হারুন অর রশিদকে (আজাদী) পুনরায় সভাপতি ও সজল হোড়কে (দেশ বর্তমান) সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন : সহ–সভাপতি আজগর আলী সোহেল (আজাদী), যুগ্ম সম্পাদক মুকুল সিকদার (পূর্বদেশ), সাংগঠনিক সম্পাদক ইউনুছ মেহেদী (আজাদী), অর্থ সম্পাদক প্রবীর নাথ (পূর্বদেশ), দপ্তর সম্পাদক সঞ্জয় পাল (পূর্বদেশ), অ্যাপায়ন ও সমাজকল্যাণ সম্পাদক কনক বসাক (আজাদী), নির্বাহী সদস্য রতন বিশ্বাস (পূর্বকোণ), কায়েস চৌধুরী (প্রিয় চট্টগ্রাম), কাঞ্চন সেন (পূর্বকোণ), ফোরকান এলাহী (সুপ্রভাত বাংলাদেশ), মো. রুস্তম ইকবাল (নয়াবাংলা) প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।