১৯৬০ সালে ৫ই সেপ্টেম্বর উদ্যমী, তরুণ পেশাজীবী সাংবাদিকদের নিয়ে দৈনিক আজাদীর পথচলা শুরু, পাঠকপ্রিয় আজাদীর ইতিহাস ঠিক এমনটি। আজাদীর এত দীর্ঘ পথচলায় অনেক ঝড়ঝাপটা গেছে, কর্ণফুলীতে বয়ে গেছে অনেক জলপ্রবাহ, নানা কারণে কত শত পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেছে। শত প্রতিকূলতার মাঝে আজাদী আজো যেন সেই তারুণ্যকে ধরে রেখেছে, কোথাও নেই ক্লান্তির ছাপ। কালের পরিক্রমায় শুরুর সেদিনের সে সংবাদকর্মীরা কেউ অবসরে কেউবা চিরদিনের জন্য হারিয়ে গেছে। প্রবীণদের সাথে নবীনদের মিশ্রণে আজাদী তার পাঠকপ্রিয়তার সূচককে দিন দিন উর্ধ্বমুখী করেছে, আঞ্চলিক দৈনিক হলেও পাঠককে দিয়েছে জাতীয় দৈনিকের স্বাদ। এ যেন অঞ্জন দত্ত আর উষা উত্থুপের গানের কলি -‘তুমি না থাকলে সকালটা আজ মিষ্টি হতো না’–তেমনি বলতে হয় আজাদী না থাকলে সকালটা এত সুন্দর হতো না। ভালোলাগা,ভালোবাসায় পাঠকের হৃদয়ে আজাদী হোক মৃত্যুঞ্জয়ী। আজাদীর শুভ জন্মদিনে এই শুভকামনা।