সংঘাতের নিন্দা জানাল যুক্তরাষ্ট্র, ভিসা নীতিও মনে করাল

| রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

বিএনপির সমাবেশ ঘিরে ঢাকায় সংঘাতসহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যে তারা ভিসা নীতি প্রয়োগ করতে পারে, সে কথাও মনে করিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরো এবং ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল সন্ধ্যায় মাইক্রোব্লগিং সাইট এক্সে সংঘাতের ঘটনার প্রতিক্রিয়া জানায়।

দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর বিবৃতিতে বলা হয়, আজ ঢাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযমী হওয়ার আহ্বান জানাচ্ছি। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার ক্ষেত্রে সহিংসতার সব ঘটনাই আমরা পর্যালোচনা করব। খবর বিডিনিউজের।

ঢাকায় মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে, যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।

পূর্ববর্তী নিবন্ধরঙিন ফানুসে উজ্জ্বল নগরীর আকাশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ও ঢাকায় খেলা হবে