ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার ঘটনার জন্য তেল আবিবকেই দায়ী করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের সঙ্গে চলমান সহিংসতা ও উত্তেজনার জন্য ইসরায়েল একাই দায়ী।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কাতার উভয়পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর জন্য আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে গাজায় ফিলিস্তিনি বেসামরিকদের বিরুদ্ধে ইসরায়েল যাতে এই ঘটনাকে ব্যবহার করতে না পারে সেজন্য আন্তর্জাতিক সমপ্রদায়কে সতর্ক থাকতে হবে।
এর আগে গতকাল শনিবার ২০ মিনিটে পাঁচ হাজার রকেট ইসরায়েলে ছোড়া হয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। পাশাপাশি, ইসরায়েলের ভেতরে ঢুকে পড়ে হামাসের সশস্ত্র যোদ্ধারা। এর পরপরই বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে জিম্মি করা হয়েছে বলে ঘোষণা দেয় হামাস।