বাঁশখালীর সরলের কাহারঘোনা মিনজীরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারে কঠিন চীবর দান গতকাল সোমবার বিহার প্রাঙ্গনে অনুষ্টিত হয়। দানসভায় আর্শীবাদক ছিলেন ধর্মদর্শী মহাস্থবির। সভাপতিত্ব করেন অধ্যক্ষ রত্নপ্রিয় মহাস্থবির। প্রধান সদ্বর্ম দেশক ছিলেন অধ্যক্ষ মেত্তাবংশ মহাস্থবির। সম্মানিত অতিথি ছিলেন অধ্যক্ষ রাহুলপ্রিয় মহাস্থবির অধ্যক্ষ তিলোকানন্দ মহাস্থবির। উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যক্ষ মৈত্রীজিৎ মহাস্থবির। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ বড়ুয়া। সুদেশক জ্ঞানবোধি ভিক্ষুর সঞ্চালনায় সভায় ধর্ম দেশনা করেন প্রজ্ঞাসত্য থের, রতনানন্দ থের। এ সময় জলদী প্রগতি বিহার, শীলকুপ চৈত্য বিহার, জলদী বোধি চৈত্য বিহারের ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। সভায় কৃতী শিক্ষার্থীদের সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের অধ্যক্ষ মৈত্রীজিৎ মহাস্থবিরের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, সবাই নিজ নিজ ধর্ম চর্চা করলে সমাজে শান্তি বিরাজ করবে। তাই ধর্মীয় জীবন যাপন করে দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে আসতে হবে।