নানা আয়োজনে চট্টগ্রামে বিভিন্ন সংগঠন গত ১ মে মহান মে দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিক শ্রেণীর মুক্তির জন্যে সংগ্রাম জোরদার করতে হবে।
সম্মিলিত মে দিবস উদযাপন পরিষদ : চট্টগ্রামের ছয়টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা সম্মিলিত মে দিবস উদযাপন পরিষদের উদ্যোগে ১ মে জামালখান চত্বরে ‘রক্তে ধোয়া মে, তোমায় সেলাম’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উদীচী চট্টগ্রাম জেলার সহসভাপতি সুনীল ধরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, উদীচী জেলা সংসদের সভাপতি সাংবাদিক জসীম চৌধুরী সবুজ, অ্যাডভোকেট দীপক চৌধুরী, সুজিত চক্রবর্তী, সঞ্জয় পাল, নন্দদুলাল গোস্বামী ও অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ।
এই আয়োজনে গণসংগীত পরিবেশন করে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ, সৃজামী সাংস্কৃতিক অঙ্গন, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, সুরমন্ডল ও প্রবর্তক সংঘের শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ, সংগীত পরিবেশন করেন সংগীত ভবনের শিল্পীবৃন্দ, প্রতিবাদী আবৃত্তি পরিবেশন করে বোধন। দীপক চৌধুুরীর নির্দেশনায় চট্টগ্রাম থিয়েটার পরিবেশন করে নাটক ‘ধর্মঘট’।
রাঙামাটি জেলা শ্রমিক লীগ : রাঙামাটি প্রতিনিধি জানান, ‘শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে ধারণ করে মহান মে দিবস ও শ্রমিক সংহতি দিবস উপলক্ষে রাঙামাটিতে জেলা শ্রমিকলীগের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। গত সোমবার রাঙামাটি জেলা শ্রমিক লীগের আয়োজনে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি দোয়েল চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সভায় মিলিত হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, মো. হানিফ, ফজলুর রহমান, মো. শাজাহান, রোকেয়া আক্তার, এইচএম আলাউদ্দিন বক্তব্য রাখেন।
ফতেয়াবাদ জেলা অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন : চট্টগ্রাম জেলা অটো টেম্পো, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ফতেয়াবাদ, মাদার্শা, বটতলী, সন্দ্বীপ কলোনী, ছড়ারকূল আঞ্চলিক শাখা যৌথ উদ্যোগে র্যালি সহকারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশ সংগঠনের সভাপতি মো. আলমগীর রমজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মো. আবু লাইছ। প্রধান আলোচক ছিলেন নুর হোসেন। বক্তব্য রাখেন ইউসুপ জুনু, মজিবুর রহমান, মুছা মামুন, ইলিয়াছ আলী, তাহেছ, মো. জানে আলম টুনু, নুর মোহাম্মদ, মোহাম্মদ সোহেল, জানে আলম জানু, মো. শরীফ, মো. মিজান, মোহাম্মদ এস্কান্দার, মো. মনজুর হোসেন মিয়া, মো. জাহেদ, আকবর হোসেন রুবেল, মো ইউসুফ, মো. আলী, সেকান্দর মজুমদার, মো. সরোয়ার, আবুল বশর হৃদয় প্রমুখ।
জাতীয় শ্রমিক লীগ উত্তর কাট্টলী ওয়ার্ড : উত্তর কাট্টলী ওয়ার্ড শ্রমিক লীগের উদ্যোগে সভাপতি মো. ফারহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় ওয়ার্ড কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী– ফৌজদার হাট আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি শফি বাঙালি। বিশেষ অতিথি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. হারুন উর রশীদ, মো. রবিউল হোসেন জাহাঙ্গীর, মো. জসিম, আবুল কাসেম, মো. হাওলাদার, রুপালি বেগম,আব্দুল কাদের বাবলু, আমিরুল ইসলাম, শাহাবুদ্দিন, জুনায়েদ আহমদ প্রমুখ।
জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশন: জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি দেবাশীষ চৌধুরী দেবু ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এস এম আরিফুল হক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সহ–সম্পাদক মোহাম্মদ মেজবাহ উদ্দিন মোর্শেদ। আরো বক্তব্য রাখেন মোঃ আলমগীর হোসেন, শিমুল পাল, মোঃ ইব্রাহিম, মোঃ কবির হোসেন, নয়ন দাস, আমিনুল ইসলাম মজুমদার (জাহাঙ্গীর), মোহাম্মদ আলী প্রমুখ।
কোতোয়ালী থানা শ্রমিক লীগ : কোতোয়ালী থানা শ্রমিক লীগের উদ্যোগে এক আলোচনা সভা গত ১ মে এমরুল করিম মাঝির সভাপতিত্বে পাথরঘাটাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন থানা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিথি ছিলেন থানা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মাস্টার জসিম উদ্দিন। বক্তব্য রাখেন দীলিপ কান্তি রুদ্র, ওমর ফারুক, প্রকাশ জৈন, অ্যাড. উজ্জ্বল দাশ, আবু বক্কর, উত্তম দাশ, সাধন দাশ, প্রদীপ সর্দার, আহম্মেদ কবির, ইবনে আরব জসিম, সুফি দিদার, আফজাল হোসেন আজু, রায়হান হোসেন চৌধুরী, মো. লিটন মাঝি, সৌরভ দেওয়ানজী প্রমুখ।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, মে দিবস উপলক্ষে হাটহাজারীতে গত সোমবার চট্টগ্রাম আন্তঃজিলা ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে করে তুলি’। এই প্রতিপাদ্যে হাটহাজারী বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ কামাল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান।
সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কদর আলী মুসা, মো. কামাল উদ্দিন, মোহাম্মদ মনসুর, মো. শামসুল আলম, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইউসুফ, মো. বাবু, মো. দৌলত মিয়া, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ ইয়াসিন, মো. জানে আলম প্রমুখ।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা : গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির উদ্যোগে গত ১ মে নিউ মার্কেট মোড়ে জেলা সভাপতি রাহাতউল্লাহ্ জাহিদের সভাপতিত্বে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নুরুল আবছার লিটন, রিংকু দে, পূর্ণ দাশ, রাশেদুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. রাসেল, মো. হাসান, শারমিন আক্তার প্রমুখ।