গানে, নৃত্যে আর কথামালায় উদযাপিত হলো মিতালী সংগীত বিদ্যালয়ের ২০ বছর পূর্তি অনুষ্ঠান। গত ৩ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ মিতা দাশ। প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক–সাহিত্যিক রাশেদ রউফ। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ফাতেমা মেহেরুননেসা। বক্তারা বলেন, সংগীত মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। গান পছন্দ করে না এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া মুশকিল। আমরা জানি, বীরত্ব, ভালোবাসা, বিরহ, দুঃখ, সুখ এবং প্রতিবেশ প্রতিনিয়ত মানুষের চেতনা এবং আবেগকে প্রভাবিত করে। মানুষের আবেগ এবং অনুভূতি ভাষায় প্রকাশ পাওয়ার ফলেই সৃষ্টি হয়েছিল সাহিত্য এবং শিল্পকলার। আর সংগীত সেসবেরই একটি অংশ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশ নেন শিল্পী বর্ণি সরকার, ঋদিতা পাল, জেসিকা দাশ, ইরা ঘোষ, মিথিলা বিশ্বাস, রীতি চৌধুরী, অদ্রিদেবী, ত্রয়ী পাল, ঐন্তিকা দাশ, গোপী দেবী, পূর্ণা দে, বৈশাখী দে, কৃষ্ণা বড়ুয়া, বর্ণ সরকার, রাশি দে, অন্বেষা ধর, আকাশ চন্দ্র দে, অনুপম দত্ত, অর্ক চক্রবর্তী, শাওরিন আক্তার, ইপ্সিতা ঘোষ, দিঘি বড়ুয়া, অবন্তী বড়ুয়া, অদ্রিতা বড়ুয়া, মৃত্তিকা চক্রবর্তী, কুহেলিকা নাথ, রীমা দে, মেঘা বড়ুয়া, সুস্মিতা বড়ুয়া, মেহেরিমা খানম, তাইমিন, অরিত্রি চৌধুরী,, অভিষেক চৌধুরী, প্রিতম শর্মা, মেঘা ঘোষ, প্রাপ্তি ভৌমিক, তন্ময় চন্দ্র দে, ধ্রুব চৌধুরী, অন্তর দত্ত, রীতি চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।