সংগীতে ৬ দশক পেরিয়ে…

| মঙ্গলবার , ২৫ জুন, ২০২৪ at ৭:১৩ পূর্বাহ্ণ

জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা। গান রেকর্ডিংয়ের হিসেবে গতকাল সোমবার তার সংগীত জীবনের ৬ দশক পূর্ণ হলো। সংগীত ক্যারিয়ারে মোট ১৮টি ভাষায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। চ্যানেল আই তাকে সম্মান জানিয়ে দিনটি উদযাপন করেছে। এদিন চ্যানেল আইয়ের আমন্ত্রণে রুনা লায়লা এসেছিলেন অনুষ্ঠানে। দেওয়া হয়েছিল লালগালিচা সংবর্ধনা। সংগীত জীবনের ৬০ বছর পূর্ণ উপলক্ষে রুনা লায়লা বলেন, আপনাদের দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। এই ভালোবাসা, আশীর্বাদ ও শ্রদ্ধা যেন চিরকাল থাকে আমার সাথে। বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা ও রুনার জীবনসঙ্গী আলমগীর বলেন, রুনা কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস। ৬০ বছর টিকে থাকা এরকম সিরিয়াস না হলে, এরকম প্র্যাকটিস না করলে কোনও দিন সম্ভব নয়। রুনা লায়লাকে নিয়ে কথা বলেছেন খুরশিদ আলম, কাজী হায়াৎ, অঞ্জনা, অরুণা বিশ্বাস, ওমরসানি, লীনু বিল্লাহ, মানাম আহমেদ, ফোয়দ নাসের বাবু, শওকত আলী ইমন, মুশফিকুর রহমান গুলজারসহ গণ্যমান্য ব্যক্তিরা। ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন রুনা লায়লার ভাই, মেয়ে ও স্বজনরা। শুভেচ্ছা জানিয়েছেন দেশ বিদেশের তারকারাও। ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে বলিউডের সনু নিগম। ১৯৬৪ সালের ২৪ জুন সিনেমার গানে পেশাগতভাবে মনোনিবেশ করেন বাংলাদেশের রুনা লায়লা।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.১৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ার ব্যাটারি কারখানায় আগুন, ২০ মৃত্যু