কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সংগীতাঙ্গনে। গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন বলেন, আমি আসলে গাজী ভাই নিয়ে কথা বলার মতো অবস্থায় নেই। শুধু এটুকু বলি, সংগীতাঙ্গনে গাজী ভাই এক ও অদ্বিতীয়। গাজী মাজহারুল আনোয়ারের লেখা বেশ কিছু গান কণ্ঠে তুলেছেন সাবিনা ইয়াসমিন। ‘মানসী’ সিনেমায় ব্যবহার করা ‘এই মন তোমাকে দিলাম’ শিরোনামের গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেস সাবিনা ইয়াসমিন। তা ছাড়াও গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘ও চোখে চোখ পড়েছে’, ‘আলো তুমি নিভে যাও’, ‘প্রেম যেন মোর গোধুলি বেলার পান্থ পাখির কাকলি’, ‘ওরে ও পরদেশী যাবার আগে দোহাই লাগে’, ‘যদি আমাকে জানতে সাধ হয়’ প্রভৃতি গানে কণ্ঠ দেন এই শিল্পী।












