চলমান পরিস্থিতিতে দেশজুড়ে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয়ে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মতো সহিংস ঘটনা ঘটছে। এরই প্রেক্ষিতে রাউজান উপজেলায় বসবাসরত বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এ ধরনের সহিংসতা ঠেকাতে তাদের বাড়িঘর ও উপাসনালয় পাহারা দিয়ে সম্প্রীতির অনন্য নজির স্থাপন করলো মুনিরীয়া যুব তবলীগ কমিটির সদস্যরা। গত মঙ্গলবার রাত ৮টা হতে রাউজানের দক্ষিণ সর্ত্তা সর্গীতি বিদ্যাপীঠ সংঘ মন্দির, চিকদাইর বীণাপাণি তরুণ সংঘ মন্দির, গোলক মহাজন বাড়ি মন্দিরসহ রাউজানের অধিকাংশ মন্দিরে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ ও মুনিরীয়া যুব তবলীগ কমিটির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করে। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।