কালুরঘাট ব্যাপ্টিস্ট চার্চে ক্রিসমাস উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এবং চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ। অনুষ্ঠানে তিনি সংখ্যালঘু সমপ্রদায়ের নিরাপত্তাকে বাংলাদেশের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণের একটি মৌলিক শর্ত হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান উভয়ই একটি ন্যায়ভিত্তিক ও সমানাধিকারের রাষ্ট্রব্যবস্থার আকাঙ্ক্ষা থেকে সংঘটিত হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না হলে সেই স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়।
চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জোবাইরুল আরিফ আরও বলেন, যিশু খ্রিষ্টের মানবিক পন্থা, সহমর্মিতা ও ন্যায়বোধের শিক্ষা থেকেই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের অনুপ্রেরণা নেওয়া যেতে পারে। এ সময় অনুষ্ঠানে চার্চের ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় খ্রিষ্টান সমপ্রদায়ের সদস্য এবং বিভিন্ন স্তরের অতিথিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












