সংখ্যালঘু নিরাপত্তা, উন্নয়ন ও দুর্নীতিবিরোধী অঙ্গীকার; দিনব্যাপী গণসংযোগে ডা: রেজাউল করিমের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ৭:২৮ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম রোববার (২৫ জানুয়ারি) শিলক ও কোলাদা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন। এদিন সকালে তিনি শিলক ইউনিয়নের প্রবেশমুখ শিলক ব্রিজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দুপুর পর্যন্ত শিলক ইউনিয়নের গণসংযোগ কার্যক্রম সম্পন্ন করেন। পরে বিকেল থেকে রাত পর্যন্ত তিনি কোলাদা ইউনিয়নে গণসংযোগে অংশ নেন।

গণসংযোগকালে ডাঃ এটিএম রেজাউল করিম সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, রাঙ্গুনিয়াকে একটি পরিকল্পিত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা খাতের মানোন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

তিনি বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা আমার অঙ্গীকার। সংখ্যালঘু সম্প্রদায়কে কোনোভাবেই অবহেলিত বা নিরাপত্তাহীন অবস্থায় থাকতে দেওয়া হবে না।”

এসময় তিনি ভোটারদের উদ্দেশে ন্যায়ভিত্তিক রাজনীতি, স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন জানানোর আহ্বান জানান।

গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধ১০ বছর ধরে পাথর ভেবে বোমার উপর ধোয়া হচ্ছিল কাপড়!
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে তারেক রহমানের জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি