সংখ্যালঘুদের সুরক্ষা চায় জাতিসংঘ

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সমপ্রদায়ের ওপর চলমান হামলা বন্ধ ও নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গতকাল সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেন, বাংলাদেশের হিন্দুদের ওপর সামপ্রতিক হামলাগুলো সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য থেকে উদ্ভূত, যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী এবং বন্ধ করা প্রয়োজন। আমরা সরকারের প্রতি সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি। খবর বিডিনিউজের।
গত ১৩ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীতে কুমিল্লার একটি মন্দিরে কথিত ‘কোরআন অবমাননার’ অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা, ভাঙচুর চালানো হয়। এরপর গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় সামপ্রদায়িক হামলার শিকার হয়েছে। সর্বশেষ রোববার রাতে রংপুরের পীরগঞ্জে ফেইসবুকে এক তরুণের ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে সেখানে জেলেপল্লীর ২৯টি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
সামপ্রদায়িক হামলার মধ্যে এক টুইটে মিয়া সেপ্পো আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল বাংলাদেশকে শক্তিশালী করতে হাতে হাত রেখে এক হওয়ার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধকথা দিয়েও রাখেনি ম্যাক্স
পরবর্তী নিবন্ধফটিকছড়ির ১৪ ইউনিয়নে ১৫ বিদ্রোহী প্রার্থী