সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ আগস্ট, ২০২৪ at ৭:১৪ পূর্বাহ্ণ

দেশজুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।স্থানীয়রা বলছেন, এটিই রাঙামাটিতে হিন্দু ধর্মাবলম্বীদের স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ ও সমাবেশ। বিগতদিনে দেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় কারো দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দেশে নতুন জাগরণের পর হিন্দুরাও তাদের অধিকার নিশ্চিতে সংঘবদ্ধ হয়েছেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যখনই দেশে ক্ষমতার কোনো পালাবদল শুরু হয়, তখনই সংখ্যালঘুদের ওপর হামলা শুরু করে একটি মৌলবাদী গোষ্ঠী। ১৯৭১ সাল থেকে ধারাবাহিকভাবে যেসব সংখ্যালঘু নিপীড়ন, হত্যা হয়েছে তার কোনো বিচার না হওয়ায় বারবার একটি গোষ্ঠী সনাতনীদের ওপর হামলার সাহস দেখাচ্ছে। এসময় সামপ্রদায়িক সহিংসতার বিচারসহ আট দফা দাবি তুলে ধরেন হিন্দু জাগরণ মঞ্চের রাঙামাটির সমন্বয়ক মিশু দে। সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজিত শীল, রাজু শীল ও অধ্যক্ষ নিতাই নুপুর দাস ব্রহ্মচারী।

দাবিগুলো হলো সংখ্যালঘু নির্যাতনের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, পুনর্বাসনের ব্যবস্থা করা, সংখ্যালঘু সুরক্ষা আইন করাসহ ৮ দফা দাবি করা হয়। এই ৮ দফার বাইরেও পার্বত্য অঞ্চলের জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ হিন্দু সমপ্রদায়ের জনপ্রতিনিধিত্ব আইন করে নিশ্চিত করার দাবি জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দেয়ালে দেয়ালে পরিবর্তনের রং
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত