সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যেতে হবে

প্রকাশনা উৎসবে রানা দাশগুপ্ত

| রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই দেশের সংখ্যালঘুদের সমঅধিকার, সমমর্যাদার জন্য লড়াই করে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংখ্যালঘুবান্ধব। সংখ্যালঘুরা শান্তিতে থাকুক এটা প্রধানমন্ত্রী চান। কিন্তু দলের ভেতরে কয়জন চায়? ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতাকে পেছনে ফেলে এগোনোর প্রক্রিয়া শুরু করেছিল। কিন্তু এরপরও ২০১১ সাল থেকে এদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় রাজনৈতিক ও সামাজিক সাম্প্রদায়িতকতার শিকার হচ্ছে। তিনি গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ বৈদিক পরিষদ (বিবিপি) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রীমদ্ভগবদ্গীতা প্রকাশনা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বিবিপির প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, বিবিপির কেন্দ্রীয় উপদেষ্টা ও পৃষ্ঠপোষক প্রফেসর শম্ভুনাথ দাশ, তাপস কুমার নন্দী, সুমন কান্তি দে, দিলীপ কান্তি মল্লিক। প্রকাশনা উৎসবের আহ্বায়ক নারায়ণ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্যসচিব তারানাথ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন বিবিপির কেন্দ্রীয় সভাপতি সুজয় কুমার দাশ। মূখ্য আলোচক ছিলেন বিবিপির কার্যকরি সভাপতি অরুন কান্তি মল্লিক। শিক্ষক মিশু ভট্টাচার্য্য ও রিনিক পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবুল কান্তি চৌধুরী, মানিক চন্দ্র বৈদ্য, অধ্যক্ষ জনার্দ্দন বণিক, অধ্যক্ষ অনুপ চক্রবর্তী, সমীর দত্ত. ডা. দেবাশীষ মজুমদার, দোলন কান্তি দাশ, অ্যাড. নিরঞ্জন কুমার চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবিতায় স্মরণ তিন কবিকে
পরবর্তী নিবন্ধ‘গার্হস্থ্য অর্থনীতি সময়োপযোগী শিক্ষা কার্যক্রম’