সংক্রামক রোগের সমন্বিত চিকিৎসায় ইন্টারনাল মেডিসিন অপরিহার্য

জেনারেল হাসপাতালে সেমিনারে বক্তব্য

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

কোভিড, চিকুনগুনিয়া ও ডেঙ্গুসহ সকল সংক্রামক রোগ, ডায়াবেটিস, হৃদরোগ, লিভার ও পরিপাকতন্ত্র রোগ, বাত রোগ ও কিডনি রোগসহ সকল রোগের সমন্বিত চিকিৎসার ক্ষেত্রে ইন্টারনাল মেডিসিন অপরিহার্য।

ইন্টারনাল মেডিসিন দিবস উপলক্ষে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের উদ্যোগে ‘চিকিৎসার ভিত্তি হিসাবে অভ্যন্তরীণ মেডিসিন সম্পর্কিত বৈজ্ঞানিক সেমিনার’ গত মঙ্গলবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা উপরোক্ত কথা বলেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে এবং মেডিসিন বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. এইচ এম হামিদুল্লাহ মেহেদীর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. এএসএম লুৎফুল কবির শিমুল ও ইএনটি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আবুল বশর। বৈজ্ঞানিক নিবন্ধ পাঠ করেন হাসপাতালের সহকারী রেজিস্টার (মেডিসিন) ডা. নাজমুস সালেহ ও ডা. এএইচএম তারেকুল মজিদ।

বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নুরুল আবছার বিন মহসীন ও কর্মকর্তা বিজন বিকাশ লোধ। হাস্পাতালের মেডিসিন বিভাগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসারবৃন্দ সেমিনারে অংশ নেন। শুরুতে কেক কেটে ইন্টারনাল মেডিসিন দিবস উদ্বোধন করেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেন।

বক্তারা বলেন, রোগী প্রথমে যেকোনো সমস্যা নিয়ে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞকে দেখালে তার রোগ দ্রত নিরুপণ করা সম্ভব হয়। ইন্টারনাল মেডিসিন চিকিৎসক প্রয়োজন বোধে রোগীকে অন্য বিভাগের চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য বলবেন। যেকোনো জটিল রোগীর চিকিৎসার টিমে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ মুখ্য সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করে থাকেন।

সেমিনারে বক্তারা ইন্টারনাল মেডিসিন বিষয়ের বিভিন্ন দিক যেমন সমন্বিত রোগ ব্যবস্থাপনা, রেফারেল সিস্টেম, জটিল রোগীর চিকিৎসায় ইন্টার্নিস্টের ভূমিকা, ডেঙ্গু, কোভিড ইত্যাদিতে মেডিসিন বিভাগের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এমবিবিএস ও পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও অ্যাকাডেমিক দায়িত্বও ইন্টার্নিস্টগণ পালন করেন। চট্টগ্রামে কোভিড, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মহামারী মোকাবেলায় ইন্টার্নিস্টগণ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

সভাপতির বক্তব্যে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেন বলেন, কোভিড মহামারির সময় জেনারেল হাস্পাতালের মেডিসিন বিভাগ এবং অন্যান্য বিভাগসমূহ মিলে রোগীদের যে চিকিৎসাসেবা প্রদান করেছে তা অবিস্মরণীয়। বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের চিকিৎসাসেবায় টিম জেনারেল হাসপাতাল আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই হাস্পাতাল সমন্বিত চিকিৎসাসেবা প্রদান করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তি পদার্থবিদদের ওপর নির্ভরশীল’
পরবর্তী নিবন্ধবৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতি চট্টগ্রামের মতবিনিময়