সংক্রমণ এড়াতে ছ’ফুট দূরত্ব যথেষ্ট নয় নির্দেশিকা মার্কিন সংস্থার

| বুধবার , ৭ অক্টোবর, ২০২০ at ১০:৫৭ পূর্বাহ্ণ

না, ৬ ফুট দূরত্বও নিরাপদ নয়। বাতাসে ভেসে গিয়ে এক জন মানুষ থেকে ৬ ফুটেরও বেশি দূরে থাকা অন্য জনকে সংক্রমিত করতে পারে নোভেল করোনাভাইরাস। এর ফলে, বাইরে তো বটেই, ঘরের ভিতরে থাকা মানুষজনকেও আরও বেশি সতর্ক হতে হবে একে অন্যের থেকে দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে। সংশোধিত গাইডলাইনে সোমবার এ কথা জানিয়েছে আমেরিকার ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)’। সিডিসি-র আপডেটেড ওয়েবসাইটে জানানো হয়েছে, বাতাসে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি আটকে থাকে তাদের মাধ্যমেও অনেক সময় ছড়িয়ে পড়ে নোভেল করোনাভাইরাস। তার ফলে, দূরে থাকা অন্য কেউ সংক্রমিত হতে পারেন। সংক্রমণ রুখতে যে ন্যূনতম দূরত্বটিকে (৬ ফুট বা ১.৮ মিটার) আগে ‘নিরাপদ’ ভাবা হচ্ছিল, সেটাও এখন আর যথেষ্ট নিরাপদ নয়।’

পূর্ববর্তী নিবন্ধকিরগিজস্তানে সরকার হটিয়ে বিরোধীদের ক্ষমতা দখলের দাবি
পরবর্তী নিবন্ধবিশ্বে প্রতি ১০ জনের একজন করোনা আক্রান্ত : হু