সংক্রমণের নতুন ঢেউ, লড়ছে ভারতের প্রতিবেশীরাও

| সোমবার , ১০ মে, ২০২১ at ৫:২৯ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ে খাবি খাওয়া ভারতের প্রতিবেশী দেশগুলোতেও ক্রমবর্ধমান সংক্রমণের মাত্রা উদ্বেগ সৃষ্টি করছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার দুর্বল অবকাঠামো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে না- এই আতঙ্কে দেশগুলো এরই মধ্যে ভ্রমণ ও অন্যান্য ক্ষেত্রে নানান বিধিনিষেধও আরোপ করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
কয়েক মাস সংক্রমণ তুলনামূলক কম থাকার পর মার্চ থেকে ভারতে দৈনিক শনাক্ত রোগী ও করোনাভাইরাসে মৃত্যু হু হু করে বাড়তে শুরু করে। এক সপ্তাহে পঞ্চমবারের মতো চার লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়। পরপর দুই দিন দৈনিক মৃত্যু চার হাজার ছাড়িয়ে যায়। ভারতের পাশাপাশি এর সীমান্তবর্তী দেশগুলোতেও শনাক্ত-মৃত্যুর উল্লম্ফন দেখা যাচ্ছে, যদিও একেকটি দেশের ক্ষেত্রে গতিপথ একেক ধরনের। প্রতিবেশী দেশগুলোর মধ্যে নেপালের পরিস্থিতি নিয়েই এখন উদ্বেগ সবচেয়ে বেশি। দেশটিতে এপ্রিলের পর থেকে সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়তে দেখা যাচ্ছে। সরকারি তথ্যের বরাত দিয়ে রেড ক্রস জানিয়েছে, হিমালয়ের পাদদেশের ছোট এই দেশটিতে এখন সব শনাক্তকরণ পরীক্ষায় ৪০ শতাংশের বেশি ‘পজিটিভ’ ফল আসছে।
ভারতের আরেক প্রতিবেশী বাংলাদেশেও মার্চের শুরুর দিকে শনাক্ত রোগীর ঊর্ধ্বগতি দেখা যায়। সংক্রমণ মোকাবেলায় কর্তৃপক্ষ ৫ এপ্রিল থেকে দেশজুড়ে লকডাউন দেয়, যা ধারাবাহিকভাবে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ২৬ এপ্রিল থেকে বাংলাদেশ স্থলসীমান্ত দিয়ে ভারতে যাত্রী যাওয়া আসা বন্ধ রাখলেও কিছু কিছু ক্ষেত্রে সীমান্ত অতিক্রমের অনুমতি দেওয়া হচ্ছে। শনাক্ত ও মৃত্যুর উল্লম্ফন দেখা যাচ্ছে পাকিস্তানেও, সংক্রমণের ঊর্ধ্বগতি দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার উপর ভয়াবহ চাপ সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। দেশটি ভারত, আফগানিস্তান ও ইরানের সঙ্গে থাকা সীমান্তগুলোতে বিধিনিষেধ দিয়েছে। এপ্রিলের মাঝামাঝি থেকে হুট করে শনাক্ত রোগী বাড়তে দেখে শ্রীলঙ্কা বেশকিছু এলাকায় স্কুল বন্ধ করে দেওয়ার পাশাপাশি ধর্মীয় জমায়েত সীমিত ও ভারত থেকে ভ্রমণ নিষিদ্ধ করেছে। প্রতিবেশী দেশগুলোতে শনাক্ত রোগীর এই ঊর্ধ্বগতির পেছনে ভারতে প্রথম শনাক্ত করোনাভাইরাসের ধরনকেই অংশত দায়ী করা হচ্ছে, যুক্তরাজ্য, ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকার ধরনগুলোও এই অঞ্চলের অনেক এলাকায় সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

পূর্ববর্তী নিবন্ধহেফাজতের সঙ্গে একাধিক জঙ্গি সংগঠনের যোগসূত্র
পরবর্তী নিবন্ধমার্কেটে জনস্রোত