সংক্রমণের ঊর্ধ্বগতি সিডনিতে লকডাউনের মেয়াদ বাড়ল

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১২:০৩ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে সিডনিতে লকডাউনের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে অস্ট্রেলিয়া। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সংক্রমণ রোধে প্রাথমিকভাবে তিন সপ্তাহের লকডাউন জারি করা হয়েছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহরটিতে। কিন্তু তাতে কাজ না হওয়ায় মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত হয়েছে। খবর বিডিনিউজের।
গতকাল বুধবার নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লাডিস বেরেজিকলিয়ান বলেন, কমপক্ষে ৩০ জুলাই পর্যন্ত বিধিনিষেধের কড়াকড়ি বজায় রাখা দরকার হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধকিউবায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রথম মৃত্যু
পরবর্তী নিবন্ধজাতিসংঘের বর্ণ বৈষম্য তদন্তকারীদের যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ